
বিশেষ প্রতিনিধি:“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি” শ্লোগানে নেত্রকোণায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বুধবার সকাল এগারোটায় অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মঈনউল ইসলাম ও পৌরমেয়র নজরুল ইসলামের নেতৃত্বে একটি সচেতনতামূলক র্যালী শহরের মোক্তারপাড়া সেতু থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শাহজাহান মিয়া, জেলা সিভিল সার্জন তাজুল ইসলাম,জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা প্রগারমেশিনের সাহায্যে বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করে। পরে জেলা প্রশাসক মঈনউল ইসলাম, সবার বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।