
বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদ-উল চলাচলে দুর্ভোগ বাড়বে নেত্রকোণার ঠাকুরাকোণা কলমাকান্দা সড়কে। এমনিতেই খানাখন্দে ভরা এ সড়কে সম্প্রতি বন্যার পানিতে ডুবে যাওয়ায় সৃষ্টি হয়েছে আরো খানাখন্দ ও বড় বড় গর্ত। এতে বিঘিœত ঘটছে যান চলাচল। স্থানীয়রা বলছেন মরণ ফাঁদে পরিণত হয়েছে এই সড়ক। ফলে যাত্রীসহ সাধারণ জনগণের ভোগান্তির সীমা নেই। এদিকে, আসন্ন ঈদে জনগণের চলাচলে চরম দুর্ভোগের আশংকাও করছে স্থানীয়রা।
নেত্রকোণা থেকে কলমাকান্দায় যোগাযোগের একমাত্র সড়কপথ এটি। দুরত্ব ২১ কিলোমিটার। কলমাকান্দা, দুর্গাপুর ও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, মধ্যনগরসহ বিভিন্ন এলাকায় চলাচলের একমাত্র সড়ক। বেশ কয়েক বছর ধরে বেহাল দশা এই সড়কের। গেল বন্যার আরো নাজুক হয়ে পড়েছে সড়কটি। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়াও প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
এদিকে দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশা থাকার কারণে সঠিক সময়ে গন্তব্যে যেতে পারছে না যাত্রীরা। শুধু তাই নয়, জনসাধারণের গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা, আর ভোগান্তির তো শেষ নেই।
নেত্রকোণা সওজের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার জানান, বন্যার পরপর বড়বড় গর্তের সৃষ্টি হয়েছি। তা ভরাট করে চলাচলের উপযোগী করা হয়েছে। যানবাহন চলছে। সড়কটি নিমার্ণের জন্য ৩১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দ্রুত কাজ শুরু হবে।