বিটিভি’র শিল্পী ওস্তাদ রফিক মাহমুদ আর নেই

বিশেষ প্রতিনিধি : নেত্রকোণা জেলা শহরের কুরপাড় নিবাসী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সঙ্গীত শিল্পী, জেলা শিল্পকলা ও শিশু একাডেমির প্রশিক্ষক ওস্তাদ রফিক মাহমুদ (৭৩) গত রোববার রাত সাড়ে ৮টার দিকে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহে…………..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রফিক মাহমুদ নেত্রকোণা জেলা প্রেসক্লাবেরও আজীবন সদস্য ছিলেন। সোমবার বাদ জোহর সদর উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাযা শেষে তাকে নেত্রকোণার সাতপাই পৌর কবর স্থানে দাফন করা হয়। তার ইন্তেকালে নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খান, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপনেত্রী কামরুন্নেছা আশরাফ দীনা, জেলা বিএনপির সম্পাদক ডাঃ আনোয়ারুল হক এবং জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালসহ বিভিন্ন রাজনৈকিতক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।