খালিয়াজুরিতে কৃষক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

খালিয়াজুরী প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরিতে কৃষক সুসেন সরকারকে (৩৫) হত্যার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপেক্সের সামনের সড়কে এলাকাবাসী এই কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, নিহত সুসেন সরকারের স্ত্রী সুপ্রীতি সরকার, মা সনকা সরকার, নগর ইউনিয়ন পরিষদের সদস্য কাজল সরকার, এলাকার বাসিন্দা হরিভক্ত সরকার, মৃদুল কান্তি সরকার প্রমুখ। পরে ওই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো ঘুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে শেষ হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, খালিয়াজুরির আদমপুর গ্রামের কৃষক সুসেন সরকারের সঙ্গে পাশের তাতিয়ার নয়াগাও গ্রামের এক নারীর প্রেম ঘটিত বিষয় নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ ঘটে। এর জের ধরে গত ৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ওই নারী ও তাঁর স্বজনরা সুসেনকে খবর দিয়ে তাঁদের বাড়িতে নিয়ে যায়। পরে তাঁকে হত্যা করে লাশ হাওরের পানিতে ভাসিয়ে দেওয়া হয়। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর পাশের গ্রাম বল্লভপুরের হাওর থেকে সুসেনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সুসেনের স্ত্রী সুপ্রীতি সরকার বাদী হয়ে আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ সোমবার পর্যন্ত মামলার কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
জানতে চাইলে খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ‘মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। আশা করা যাচ্ছে দ্রুত তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।’

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।