কলেজছাত্রকে হত্যা চেষ্টায় কুপিয়ে জখম

বিশেষ প্রতিনিধি : পূর্ব শত্রুতার জেরে নেত্রকোণা সদরে বাগড়া বাজারে মো. হক মিয়া নামে গরীব অসহায় এক কলেজছাত্রকে হত্যার চেষ্টায় প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে প্রভাবশালী প্রতিপক্ষের লোকজন।
মঙ্গলবার বিকেলে জেলা সদর হাসপাতালে এতিম হক মিয়াকে মাথায় জখম ও শরীরের বিভিন্নস্থানের আঘাতের যন্ত্রণা নিয়ে গোঙাতে দেখা যায়। এসময় হকের মা হাজেরা খাতুন জানান, প্রতিপক্ষ মো. আক্কাছ মিয়া, কামরুল, রুমন ও বাশারের সঙ্গবদ্ধ সশস্ত্র একটি দল হককে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করেছে। অভিযুক্তরা প্রত্যেকে রামকৃষ্ণপুর গ্রামের বড়রিয়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা কারণেঅকারণে হককে হুমকি দিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় সদরের বাগড়া বাজারের একটি দোকানে হককে প্রকাশ্যে কুপিয়েছে। হত্যার চেষ্টায় শুরুতে মাথার বিভিন্ন অংশে রামদা দিয়ে একাধিকবার কোপ দেয়। পরে হক রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেলে হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানে রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে জখম করে চলে যায় তারা। বাজারের সিরাজ মিয়ার মনোহারি দোকানে এই হামলা চালায় প্রতিপক্ষরা। এসময় সিরাজের দোকানের মালামালও ভেঙে গুড়িয়ে দেয় তারা। এতিম ছেলের ওপর বর্বর এ হামলায় প্রশাসনের কাছে বিচার চান হকের মা হাজেরা। তিনি জানান, ঘটনা তোলে ধরে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এদিকে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, হককে কুপিয়ে জখমের ঘটনায় আজ (মঙ্গলবার) মামলা হয়েছে। এরমধ্যে মামলার নাম উল্লেখ আসামি রিয়েলকে গ্রেফতার করা হয়। বাকিদেরও দ্রুত সময়ে গ্রেফতার করা হবে। ভুক্তভোগী হক ময়বাগড়া গ্রামের মৃত আবু চাঁনের ছেলে। সে সম্প্রতি স্থানীয় একটি কলেজ থেকে এইসএসসি পরীক্ষা দিয়েছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।