
বিশেষ প্রতিনিধি: শিশু থেকে শুরু করে সব বয়সি মানুষকে বই পড়াার প্রতি আগ্রহী করে তুলতে নেত্রকোণায় ভ্রাম্যমান লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে এ ভ্রাম্যমান লাইব্রেরীটি জেলার ৩৮টি পয়েন্টে কার্যক্রম পরিচালনা করবে।
লাইব্রেরী উদ্বোধন উপলক্ষে শনিবার সন্ধ্যায় ”আলোকিত মানুষ চাই, সংস্কৃতিমনা মানুষই আলোকিত মানুষ” এই প্রতিপাদ্য বিষয় ভিত্তিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা জেলা প্রেসক্লাব হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার মাঝে মাঝে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে নেত্রকোণা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় অধ্যাপক মতীন্দ্র সরকারের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। প্রকল্পের প্রতিনিধি কামাল হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, নেত্রকোণা সরকারি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান আফজালুর রহমান, অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালও নেত্রকোণা ভ্রাম্যমান লাইব্রেরীর পরিচালক শিল্পী সরকার। এসময় এই লাইব্রেরী হওয়ার ফলে শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে সুন্দর সমাজ নির্মাণে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। সেইসাথে লাইব্রেরিটি স্কুল কলেজ সহ জনগুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দিলে সহজে বিভিন্ন কবি, সাহিত্যিক ও মনিষী সহ বই পড়তে পারবে বই প্রেমিরা। সপ্তাহে পাঁচদিন জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণ জায়গায় লাইব্রেরী কার্যক্রম পরিচালিত হবে বলে জানান লাইব্রেরীয়ান শিল্পী দাস। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সুশীল প্রতিনিধি বৃন্দ বক্তব্য রাখেন।
এ উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।