ঢাকা থেকে আসা ডেঙ্গুতে আক্রান্ত ৯ রোগী নেত্রকোণায় শনাক্ত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় বৃহষ্পতিবার দুপুর পর্যন্ত ৯ ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।
নেত্রকোণার সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম খান জানান,বৃহস্পতিবার পর্যন্ত নেত্রকোণা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৯ জনকে ডেঙ্গু রোগে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরো জানান সকলেই দু এক দিন আগে ঢাকা থেকে নেত্রকোণায় এসেছেন।

তারা হলেন,নেত্রকোণা পৌরসভার সাতপাই এলাকার কামাল মিয়ার ছেলে মামুন (১৩),কুরপাড় এলাকার সুরুজ আলীর ছেলে মফিজুল ইসলাম (৩৭),নাগড়ার তুলি দাস, নেত্রকোণা সদর উপজেলার সুকন্দিয়া গ্রামের মতি মিয়ার ছেলে শাহ্জাহান (২৬),বারহাট্টা উপজেলার বাউশি এলাকার ফারুক,কলমাকান্দা উপজেলার চাঁন মিয়ার ছেলে ওয়াজিব (১৮), একই উপজেলার পাগলা কৈলাটির সানোয়ার হোসেন এবং মোহনগঞ্জ উপজেলার দৌলতপপুর গ্রামের আব্দুল হেকিমের কন্যা রিমু আক্তার (১৭)।
নেত্রকোণার সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম খান আরো জানান, ডেঙ্গু রোগে ৯ জন আক্রান্ত হয়ে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসার জন্য আসার কথা স্বীকার করে বলেন,নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য অত্যাধুনিক এবং উন্নত মানের তেমন যন্ত্রপাতি না থাকায় প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষার পর ডেঙ্গু রোগী হিসেবে তাদেরকে শনাক্ত করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে তাৎক্ষনিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে নেত্রকোণা সদর হাসপাতালে ডেঙ্গু রোগ মোকাবেলায় বিশেষ সেল খোলা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।