বাংলার নেত্রে সংবাদ প্রকাশের পর মদনে সেই বেইলি ব্রিজের মেরামত শুরু

মদন প্রতিনিধি: ২৯ জুলাই বাংলার নেত্র পত্রিকায় “মদনে ঝুকিপূর্ণ বেইলি ব্রিজেই চলছে যানবাহন” শিরোনামে সংবাদ প্রকাশের পর বুধবার থেকে সেই ব্রিজটির মেরামতের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। সংবাদটি প্রকাশ হওয়ার পর স্থানীয় প্রশাসনের নজরে আসলে বুধবার থেকে ব্রিজের উপর দিয়ে সব ধরণের যানচলাচল বন্ধ করে দেয়। বৃহস্পতিবার সরজমিনে গেলে সড়ক ও জনপথ বিভাগের লোকজন ব্রিজ মেরামত করছে চোখে পড়ে।
এ সময় নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের কার্য-সহকারি মোঃ মোহন উদ্দিন জানান, এ ব্রিজের ৫৭ টি টেনজামেই ফাটল ধরেছে। সাময়িক যান চলাচলের জন্য ৩টি নতুন টেনজাম লাগানো হয়েছে। তবে এই ব্রিজে অতিরিক্ত মাল বোঝাই যান চলাচল করলে যেকোনো সময় দূর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।