অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না ৭ বছরের শিশু

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা পৌর শহরের নাগড়া শিববাড়ি এলাকার আলহাজ্ব মতিয়র রহমান একাডেমির প্রথম শ্রেণীর ছাত্র নবদীপ চন্দ্র সাহার (৭) হার্টে ছিদ্র ধরা পড়েছে। পৃৃথিবীর আলো দেখেছে সবেমাত্র ৭ বছর। এখনও ভাল করে দেখা হয়নি জগতটাকে। চঞ্চল এ বয়সে দূরন্তপনাই ছিল তার কাছে কাম্য। অথচ বিধাতার অমঘ নিয়তি তার সে দূরন্তপনা কেড়ে নিয়েছে। সে হতদরিদ্র স্বর্ণের দোকানের কারিগর রিপন সাহার ছেলে। সারাদিন তার নুন আনতে পান্তা ফুরায়। জন্মের ৬ মাস পর ধরা পড়ে দূরারোগ্য মরণব্যধি হার্টে ছিদ্র। এতোদিন ঔষুধেই চলছিল চিকিৎসা। দিন যতই গড়াচ্ছে ছিদ্রর পরিধিও বাড়ছে। তাই অপারেশন ছাড়া আর উপায় নেই। এ জন্য লাগবে সাড়ে ৪ লাখ টাকা। তার চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন। সে বর্তমানে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. এএসএম মাহমুদুজ্জামানের তত্বাবধায়নে চিকিৎসাধিন রয়েছে। কিন্তু তার হতদরিদ্র বাবা রিপনের পক্ষে এতো টাকা জোগার করা সম্ভব নয়। ফলে সে এখন চোখেমুখে শুধুই অন্ধকার দেখছে। তাকে বাঁচাতে দেশের সহৃদয়বান ব্যক্তিদেরও এগিয়ে আসতে তিনি অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- ডাচ বাংলা ব্যাংক হিসাব নং ২৪১.১৫১.১৮৪২৩৯, নেত্রকোণা শাখা। মোবাইল ও বিকাশ নং- ০১৭৫৭৫৮৭৯২২। রকেট নং- ০১৭৫৭৫৮৭৯২২৩।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।