
সালেহ উদ্দিন খান রুবেল: ” নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি ” এই শ্লোগানে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে নেত্রকোণা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তফসির উদ্দিন খান এর সভাপতিত্বে ও চিন্ময় তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সিভিল সার্জন তাজুল ইসলাম খান, নেত্রকোণা স্থানীয় সরকারের উপপরিচালক জিয়া আহমেদ সুমন ( উপসচিব), উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার আয়ূব আলী, চেম্বার অব কর্মাসের সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, মেদিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিল্লুর রহমান খান নোমান প্রমূখ।সভায় বক্তারা নিজেদের বাড়িঘর পরিচ্ছন্ন রেখে এডিস মশা থেকে নিরাপদ থাকার আহ্বান জানান।