
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন মিলনায়তনে ওই ইউনিয়নের হতদরিদ্র ৫৫টি পরিবার ও বরই জামে মসজিদের মধ্যে সোমবার দুপুরে বিনামুল্যে একটি করে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। জয়শ্রী ইউনিয়ন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে ।গত অর্থবছরে টিআর-কাবিখা প্রকল্পের আওতায় এসব সোলার প্যানেল বরাদ্দ পাওয়া যায়। ওই সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসাইন, চামরদানী ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না, জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকার,সাধারণ সম্পাদক আবুল হাসেম আলম প্রমুখ।