
বিশেষ প্রতিনিধি: সোমবার দুপুরে নেত্রকোণার নবাগত পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী তাঁর সন্মেলন কক্ষে জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এসময় কর্মরত সাংবাদিকগণ জেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারকে অবহিত করেন। এর প্রেক্ষিতে নবাগত পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী জানান, মাদক, ইভটিজিং, ধর্ষণ, গুজবসহ সকল অপরাধ নির্মুলে এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী যথেষ্ট সক্রিয় অবস্থানে রয়েছে। শতভাগ সক্রিয়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। পুলিশ সুপার আরও জানান, যদি এমন কোন অভিযোগ পাওয়া যায় যে, সেবা দিতে গিয়ে কোন পুলিশ সদস্য অনৈতিক পন্থার আশ্রয় নেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। কোন প্রকার অর্থের লেনদেন, হয়রানি বা কোন সুপারিশ ছাড়াই জিডি বা মামলা করা সহ নাগরিক অধিকার নিশ্চিত করতে নেত্রকোণা পুলিশ বাহিনী বদ্ধ পরিকর। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কোন ব্যক্তি অসদুদ্দেশ্য নিয়ে আমার কাছে আসেন তাহলে তার উদ্দেশ্য সফলতো হবেই না বরং তাকেও আইনের আওতায় আনা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) এস, এম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহজাহান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফখরুজামান জুয়েল, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সিনিয়র সাংবাদিক হায়দার জাহান চৌধুরী , হাবিবুর রহমান, আব্দুল হান্নান রঞ্জন, এম ফখরুল হক, এম মুখলেছুর রহমানখান, দিলওয়ার খান, সুজাদুল ইসলাম ফারাশ, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসাইন ও ভজন দাসসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।।নেত্রকোণা পুলিশ সুপার মো: আকবর আলী মুনসী গত ২৭ জুলাই নেত্রকোণা পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।
নেত্রকোণা নবাগত পুলিশ সুপার মো: আকবর আলী মুনসী সমাজ থেকে অপরাধ সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গীবাদ নির্মূলে এবং জন সাধারণকে গুজব এবং বিভ্রান্তি থেকে মুক্ত রাখার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।