
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা উপজেলার উব্ধাখালী নদী থেকে হাসিম খান (৭০) নামে এক বাঁশ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা দুইটার দিকে উব্ধাখালী নদীর সন্ধ্যাহালা ধুনন্দর নামক এলাকা থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে হাসিম খান দীর্ঘদিন ধরে নদীপথে বাঁশের ব্যবসা করে আসছিলেন। রোববার (২৮ জুলাই) বাঁশের চালান নিয়ে উব্ধাখালী নদীপথে যাওয়ার সময় সন্ধ্যার দিকে তিনি নদীর পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজির পর সোমবার বেলা দুইটার দিকে নদীর পানিতে তার ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের সময় সহকারি পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) ও কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম উপস্থিত ছিলেন। এ বিষয়ে ওসি মাজহারুল করিমের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহটি দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।