নেত্রকোণায় নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি: নানা আয়াজনের মধ্য দিয়ে নেত্রকোণায় নিউজটুয়েন্টিফোর টেলিভিশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। চতুর্থ বর্ষে পদার্পণ করায় চ্যানেলটির সার্বিক সফলতা কামনায় শুভেচ্ছা জানিয়েছে নানা শ্রেনী পেশার মানুষ। প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জেলা প্রতিনিধি সোহান আহমেদে উদ্যোগে রবিবার দুপুরে জেলা প্রেসক্লাব হলরুমে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার দর্শকরা জনপ্রিয় টেলিভিশন চ্যানেলটিকে শুভেচ্ছা জানান।
এ সময় প্রতিষ্ঠা বার্ষিকী উনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম, পুলিশ সুপার (এসপি) মোঃ আকবর আলী মুন্সী, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস.এম আশরাফুল আলম, মো. শাহ্জাহান মিয়া (অপরাধ), মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল (সদর সার্কেল), মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম প্রমূখ।
এছাড়াও সাংবাদিকদের মধ্যে জেলা প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল হান্নান রঞ্জন, মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, স্বাবলম্বী উন্নয়ন সমতির প্রকল্প পরিচালক স্বপন পাল, জনউদ্যোগের আহবায়ক কামরুজ্জামান চৌধুরী, উদিচী সম্পাদক অসিত ঘোষ, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সোবায়েল আহমেদ খানসহ জেলায় কর্মরত বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সাংবাদিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ সময় সকলেই নিউজ টুয়েন্টিফোরের সকল কলা কৌশুলীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি চ্যানেলটির সার্বিক সফলতা কামনা করেন। আলোচনা শেষে জেলা প্রতিনিধিকে সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য অতিথি বৃন্দগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও সময় টেলিভিশনের সাংবাদিক আলপনা বেগম।
কেক কাটা শেষে প্রেসক্লাবের সামনে থেকে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এ সময় র‌্যালিটি শহর প্রদক্ষিন করে আবারো প্রেসক্লাবে এসে শেষ হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।