কলমাকান্দায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় বড়খাপন ইউনিয়নের বড়ইউন্দ বাজারে শনিবার বন্যায় ক্ষতিগ্রস্থ কয়েক শত পরিবার সমূহে চাউল, চিড়া ও বিস্কুটের প্যাকেজ বিতরণ সহ চিকিৎসা ও গবাদি পশু/হাঁস মুরগি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আল মামুন, ভেটেরিনারী সার্জন ডা. মো. ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি চন্দন বিশ্বাস, বড়খাপন ইউপি চেয়ারম্যান হাদিছুজ্জামান হাদিছ ও প্রেসক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু প্রমুখ ত্রাণ বিতরণ ও সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন। একই সঙ্গে উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডা. আল মামুন ও ভেটেরিনারী সার্জন ডা. মো. ফারুক হোসেন পৃথক পৃথকভাবে স্বাস্থ্য ও প্রাণী সেবা প্রদান করেছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।