নেত্রকোণায় স্বেচ্ছাসেবক লীগের রজতজয়ন্তী পালিত

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরবোজ্জল সংগ্রাম ও সাফল্যের ২৫ বছর রজত জয়ন্তী উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোণায় দলটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৬টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়। সকাল ১১টায় জেলা শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, সাড়ে ১২টায় পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র-এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক খায়রুল হাসান লিটুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ গোলাম রসুল তালুকদার, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, শামছুর রহমান ভিপি লিটন, জেলা শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, উপ দপ্তর সম্পাদক চপল দত্ত, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ বজলুর রশীদ, পৌর স্বেচ্ছসেবক লীগের আহবায়ক আব্দুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ । সন্ধ্যায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।