
বিশেষ প্রতিনিধি: গুজব, অপপ্রচার ও গণপিটুনি বন্ধে সচেতনতা বৃদ্ধিকল্পে শনিবার নেত্রকোণা জেলা শহরে পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সংসদ এ কর্মসূচির আয়োজন করে।
সকাল ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়। এরপর ছোটবাজার, তেরিবাজার, আখড়া মোড়, বড়বাজার, চকবাজার ও আরামবাগ হয়ে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পদযাত্রা চলাকালে বিভিন্ন রাস্তার মোড়ে দাঁড়িয়ে বক্তব্য রাখেন: উদীচীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক অসিত ঘোষ, স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্মসূচি পরিচালক স্বপন কুমার পাল, বাংলাদেশ নারী প্রগতি সংঘের উন্নয়ন কর্মকর্তা মৃণাল কান্তি চক্রবর্তী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, সাংবাদিক সঞ্জয় সরকার, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক নীলম বিশ^াস রাতুল ও উন্নয়নকর্মী কল্পনা ঘোষ প্রমুখ। উদীচী ছাড়াও জেলা শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে যোগ দেন।
গুজব, অপপ্রচার ও গণপিটুনির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, একটি কুচক্রীমহল দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যহত এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। গুজব প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।