নেত্রকোণায় মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ পালিত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে মশক নিধন ও পরিছন্নতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত পুলিশ সুপার এস.এম আশরাফুল আলম, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ, পৌর প্রকৌশলী কাজী নুরননবী প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।