কেন্দুয়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃিদ্ধমূলক ওয়ার্কশপ

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সোনালী ব্যাংক কেন্দুয়া শাখার আয়োজনে ও বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
সোনালী ব্যাংক কেন্দুয়া শাখার কর্মকর্তা রাহাতুল ইসলামের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) শিরিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নুরুল আলম মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী, সোনালী ব্যাংকের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান, এসিস্ট্যান্ট ডিরেক্টর মো. জুবায়েদ হাছান প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।