
দেলোয়ার হোসেন ময়মনসিংহ: ‘গুজব প্রতিহত করুন, সকলকে নিরাপদে রাখুন’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন করেন।
‘গুজব প্রতিহত করুন, সকলকে নিরাপদে রাখুন’ এই স্লোগানকে সামনে রেখে দেশে চলমান গুজব প্রতিহত করতে জেলা ব্যাপী মাইকিং, লিফলেট বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় ও সমাবেশসহ সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করছে ময়মনসিংহের পুলিশ প্রশাসন।
দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার হুমায়ুন কবির এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী ও অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পীসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, ছেলে ধরা গুজবের আতঙ্কে ময়মনসিংহ জেলায় চারটি গণপিটুনির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গুজব প্রতিরোধে পুলিশ প্রশাসন সচেতনতামূলক কাজ করছে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার আহবান জানান তিনি। তিনি এ ব্যাপারে গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে বলেও জানান।