পূর্বধলায় স্কুল বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সোমবার স্কুল বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপির সহায়তায় মৌদাম সেসিপ মডেল বিদ্যালয়ের ব্রিগেডের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিষয় ছিল “পুষ্টিহীনতাই শিশুর মেধা বিকাশের অন্তরায়”।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম। বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল বারী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নেত্রকোণা এপিসির ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা এপির প্রোগ্রাম অফিসার হাফিজুল হক সোহাগ, সজল কুমার দে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, শিক্ষক সুকান্ত সরকার, মেহেরুননেছা প্রমূখ। প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় পক্ষ দলের বক্তা চিশতিয়া আক্তার মিতু। পরে বিজীয় ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।