
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সর্বস্তরের জনগনের মাঝে ছেলে ধরা গুজবে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন উপজেলা প্রশাসন, আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ দুর্গাপুর পুলিশ প্রশাসন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ রোববার বিকেলে এ প্রতিনিধিকে বলেন, উপজেলাবাসীকে কোনরকম ভয় না পেয়ে ধৈর্য্যেও সাথে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য মাইকিং করেছি। এছাড়া কোন রকম সন্দেহ মুলক লোকের আনাগোনা টের পেলে সাথে সাথে পুলিশের সহায়তা নেয়ার কথাও বলেছি। দুর্গাপুর থানার কর্মকর্তা ইনচার্জ (অতিঃ দায়িত্ব) মীর মাহবুবুর রহমান বলেন, উপজেলাবাসীকে এ বিষয়ে সর্বদা সজাক থাকার পরামর্শ দিয়েছি। ইতোমধ্যে দুর্গাপুর থানার পক্ষ থেকে সর্বস্থরের লোকজনকে সতর্ক করবার জন্যে মসজিদ, মন্দির সহ বিভিন্ন হাট-বাজার ও উপজেলার বিভিন্ন বিদ্যালয় গুলোতে ব্রিফিং করা হচ্ছে। যে কোন মুহুর্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে দুর্গাপুর থানা পুলিশ প্রস্তত রয়েছে।