
মোহনগঞ্জ প্রতিনিধি: মোহনগঞ্জ রেলের আয় ২০১৮-১৯ অর্থ বছরে লক্ষ্য মাত্রা ছাড়িয়ে গেছে। শনিবার স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী জানান, মোহনগঞ্জ রেল স্টেশনের লক্ষ্য মাত্রা, চার কোটি তেষট্টি লক্ষ টাকা থাকলেও ছত্রিশ লক্ষ টাকা বেশী আয় করেছে মোহনগঞ্জ রেল স্টেশন। চারটি ট্রেনের মধ্যে দুটি আন্তনগর হাওর ও মোহনগঞ্জ এক্সপ্রেস মোহনগঞ্জ-ঢাকা চলাচল করে। তবে ট্রেন দুটিতে ১৪ টি করে কোচ রয়েছে যার সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজন ।ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল দুটি ট্রেনে লাইট,ফ্যান,পানি সংকট রয়েছে।