পূর্বধলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

পূর্বধলা প্রতিনিধি: “মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আজ বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্যের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম শাহীন, সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফিক, আজকের আরবান ডটকম অনলাইন প্রকাশনার সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, যায়যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. জায়েজুল ইসলাম, দৈনিক পূর্বময় ডটকম এর সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শিমুল প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।