দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় মেধাবী শিক্ষার্থী রাকিব হত্যার বিচারের দাবীর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বেলা ৩টার দিকে বিরিশিরি ইউনিয়নের নোয়পাড়াস্থ দুর্গাপুর-শ্যামগঞ্জ রাস্তার উপরে(দূর্ঘটনাস্থলে) ঘন্টাব্যাপী এক বিশাল মানববন্ধন থেকে ঐ সংগঠনের নেতাকর্মী ও বিক্ষোদ্ধ স্থানীয়রা বলেন ড্রাইভিং লাইসেন্স বিহীন চালক ও যানবাহন বিরিশিরি-শ্যামগঞ্জ রাস্তায় নিষিদ্ধ করতে হবে এবং সকাল ৮ঘটিকা হতে সন্ধ্যা ৬ঘটিকা পর্যন্ত বালুবাহী ট্রাক সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। বাইপাশ রাস্তা নির্মাণ করে সরকারী নিয়ম-নীতি মেনে বালু উত্তোলন করতে হবে এ প্রতিবাদ জানায়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হবে বলেও জানাযায়। এসময় মানববন্ধনে বাংলাদেশ ছাত্রইউনিয়ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির দুর্গাপুর উপজেলা সম্পাদক মোরশেদ আলম,ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সভাপতি মোঃ শাহান আলী, উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর সাবেক সভাপতি মোঃ মানুনুর রশীদ,কাকৈরগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম,বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি আলকাছ উদ্দিন মীর,সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার রুপক প্রমূখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।