জন্মদিনে কবি-সাহিত্যিকদের ভালোবাসায় স্নাত হলেন ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী

বিশেষ প্রতিনিধি: গত বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুশীলন সাহিত্য পরিষদ কতৃক আয়োজিত ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরীর জন্ম উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবির জন্মদিনের কেক কাটেন কবি রেজাউদ্দিন স্টালিন, কবি জসিম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য কবি এবিএম সোহেল রশিদ, কবি মাহবুব খান, কবি আনোয়ার মজিদ, সাংবাদিক শফিক খান,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি রুমানা আক্তার,কবি নন্দিনী খানম,কবি আহমেদ শরীফ মামুন প্রমূখ।

দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বিকেল তিনটা থেকে শুরু হয় বিশ্বসাহিত্য কেন্দ্রে ভালোবাসার কবিতা তানভীর জাহান চৌধুরীর জন্মউৎসবে কবি-সাহিত্যিক ও শিল্পীদের আগমন, বিকেল সাড়ে চারটায় জন্মউৎবের অনুষ্ঠান শুরু হলেও রাত দশটা পর্যন্ত, কেক কাটা, আলোচনা সভা, কবিতাপাঠ ও সংগীত অনুষ্ঠান চলে, অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী নন্দিনী খানম ও আহমেদ শরীফ মাহমুদ,
এদিকে গত ১১জুলাই কবির জন্মস্থান নেত্রকোনায় প্রেসক্লাবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন হয়ে গেলো ৫৬ তম বোধ সাহিত্য আড্ডা ও ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরীর শুভ জন্মদিন। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী কবি প্রফেসর ননীগোপাল সরকারের সভাপতিত্বে আড্ডা সুহৃদ হিসেবে ছিলেন নেত্রকোনা জেলার জনপ্রিয় অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম,বিশিষ্ট ছড়াকার,প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি কবি কামরুজ্জামান চৌধুরী,নেত্রকোনা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান, অধ্যাপক কবি আব্দুস সালাম,কবি নাঠ্যকার আহৃেদ সিদ্দীকি,কবি ও সাংবাদিক কামাল হোসাইন, সাংবাদিক ও ছড়াকার সঞ্চয় সরকার,কবি এনামুল হক পলাশ, অনুষ্ঠানে অনুভুতিব্যক্ত করে কন্ঠশিল্পী আবুল বাশার তালুকদার, প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, কবি বৃষ্টি আক্তার, কবি নন্দিনী, কবি তাসফিয়া তহুরা, এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, সংগঠক বদরুজ্জামান সাদ্দাম, মুফতি হামজা বাবু, অনামিকা হক, ফয়সাল চৌধুরি প্রমূখ,অনুষ্ঠানে ভালোবাসার কবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক আহমেদ শরিফ মামুন ও বর্ষা সরকার, আলোচনা কবিতা পাঠ শেষে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাদমান পাপ্পু ও বর্ষা সরকার এবং নৃত্য পরিবেশন করে খুদে নিত্য শিল্পী রায় বণিক।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।