নেত্রকোণায় যায়যায়দিনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি: যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সোমবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে যায়যায়দিনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রেসক্লাবের হলরুমে আলোচনাসভা,কেইক কাটা, বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম জেলা শাখার আহবায়ক সাবেক ভিপি জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুর সভাপতিত্বে এবং সদস্য এরশাদুল হক জনির পরিচালনায় অনুষ্ঠান উদ্ধোধন করেন পৌর মেয়র জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস.এম আশরাফুল আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল হান্নান রঞ্জন। আলোচনায় অন্যানোর মধ্যে বক্তব্য দেন-সাংবাদিক মিজানুর রহমান নান্নু, পল্লব চক্রবর্তী, সাহিত্য সমাজের সাধারন সম্পাদক সাইফুল্লা এমরান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিপুন সরকার বাপ্পা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সোবায়েল আহমেদ। আলোচনা শেষে আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ জানান, সারা দেশের মত নেত্রকোণার আটপাড়ায় দৈনিক যায়যায় দিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটার মধ্য দিয়ে সোমবার পালিত হয়েছে। গতকাল সোমবার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আটপাড়া উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান সোহাগের উদ্যোগে দুপুর ১২ ঘটিকায় বণ্যার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বণ্যার্ঢ্য র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আটপাড়া উপজেলা প্রতিনিধির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, কৃষি কর্মকর্তা মো: মাসুদুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো: শাহজাহান কবীর। এছাড়া প্রেসক্লাব সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, যুগ্মন্তর পত্রিকার সংবাদদাতা মো: এনামুল হক, ভোরের কাগজের সংবাদদাতা রাজর্ষি দেবনাথ সুমন, দৈনিক জননেত্র পত্রিকার সাংবাদিক মো: রফিকুল ইসলাম সরকার বুলবুল, ভোরের পাতা সংবাদদাতা মো: নাজিম উদ্দিন বাবুল।
বারহাট্টা থেকে মো. রুকুনুজ্জামান খান জানান, নেত্রকোণা বারহাট্টায় দৈনিক যায়যায় দিনের পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাইনুল হক কাসেম ও বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুল আলম খান কেক কেটে কর্মসূচীর উদ্বোধন করেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা পাবলিক লাইব্রেরীর সাবেক সম্পাদক কবি মনোয়ার সুলতান, বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ বাবুল, সহসভাপতি আনিছুল আলম শামিম, আমিনুল ইসলাম রেজভী, যায়যায় দিনের প্রতিনিধি মোঃ রুকুনুজ্জামান খান, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি লতিবুর রহমান, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ মাসুদুর রহমান খান, বারহাট্টা মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি মোঃ নাজমুল হক, সাবেক ছাত্রনেতা সুব্রত সরকার চন্দন উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।