
বিশেষ প্রতিনিধি: কর্মক্ষেত্রে’র সাফল্যের জন্য রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কৃত হয়েছেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহজাহান মিয়া।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি (বিপিএম) রবিবার বিকেলে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে নেত্রকোণা জেলার বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা ও কর্মক্ষেত্রে স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ শাহজাহান মিয়ার হাতে সম্মাননা সনদ,ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন।
এর আগে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজির সম্মেলন কক্ষে ময়মনসিংহ,জামালপুর,শেরপুর ও নেত্রকোণা জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জুন মাসে ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে মোহাম্মদ শাহজাহান মিয়া কে মনোনীত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভূইয়া, নেত্রকোণার পুলিশ সুপার জয়দেব চৌধুরী (বিপিএম-সেবা),ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ শাহআবিদ হোসেন,জামালপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বাছির আহম্মেদ,শেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আজিম, ময়মনসিংহ রেঞ্জ পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহজাহান মিয়া তাঁর এ প্রাপ্তিতে ধন্যবাদ জানান জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকগণকে তথ্য প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য। এছাড়া তিনি সম্মাননা ও পুরস্কারগুলো নেত্রকোণা জেলার বন্যায় দুর্গতদের উদ্দেশ্যে উৎসর্গ করেন।