ধর্মপাশায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

সাজেদুল হক রনি, ধর্মপাশা থেকে: কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এই উপজেলার চামরদানী ইউনিয়ন ও মধ্যনগর ইউনিয়নের পাঁচ শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে এক কেজি করে চিড়া, আধা কেজি গুড়, আধা কেজি মুড়ি, এক প্যাকেট মোমবাতি, তিন প্যাকেট স্যালাইন ও তিনটি করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত উপজেলা পরিষদের পক্ষ থেকে ওই দুটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সমাগ্রী বিতরণ কার্যক্রমের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রজেশ চন্দ্র দাস,মধ্যনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রতন সরকার প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।