ধর্মপাশায় আওয়ামী লীগের উদ্যোগে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

সাজেদুল হক রনি,ধর্মপাশা থেকে: পাহাড়ি ঢল ও টানা কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অকাল বন্যা দেখা দেওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়ানোর লক্ষ্যে গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাইকুরাটি এলাকায় স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের হাওর বাংলা নামক নিজ বাসভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন এই সভায় সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের সঞ্চালনে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলমগীর কবীর, ফখরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম,সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন শাহ, পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবীর, সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো.নূর হোসেন, পাইকুরাটি ইউপি চেয়াম্যান ফেরদৌসুর রহমান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।