বারহাট্টায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার : রুচিতে না ধরার কারণে সচরাচর না খেলেও বন্যার কবলে পড়ে চিড়া-গুড়ই দুর্গত মানুষের কাছে মহামূল্যবান খাবার এখন। নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বন্যা কবলিত গ্রামগুলোতে শুক্রবার (১২ জুলাই) অসহায় মানুষদের মধ্যে চিড়া-গুড়, বিস্কুট ও দিয়াশলাই বিতরণ করা হয়। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন, রায়পুর ও সাহতা ইউনিয়ন ঘুরে খাদ্যসামগ্রী ও দিয়াশলাই বিতরণ করেন। রায়পুরে বিতরণকালে সংশ্লিষ্ট পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান রাজু সাথে ছিলেন। বন্যার্তরা বিতরণের চিড়া-গুড় দেখে হুমড়ি খেয়ে পড়েন। তারা উপজেলা প্রশাসনের খাদ্য সহযোগিতার ট্রলার বুঝতে পেরে ট্রলার পৌঁছানোর অপেক্ষা না করে সাঁতরেই চলে আসেন চিড়া-গুড় নিতে! এসময় দুর্গত একাধিক গ্রামবাসী দুঃখভরে বলেন, ‘স্বাভাবিক পরিস্থিতিতে চিড়া-গুড় রুচিতেই আসেনি না। রান্নাবান্না বন্ধ, বাড়িঘরের চুলা পানির নিচে তলিয়েছে। ভাগ্যের ফেরে পড়ে পানি সাঁতরে রুচিতে না ধরা সেই চিড়া-গুড়ই নিতে এসেছি এখন। এদিন ইউএনও ফরিদা রায়পুর ও সাহতা পৃথক ইউনিয়নের বন্যার্ত হাজার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি জানান, উপজেলায় প্রায় পনের হাজার মানুষ বন্যায় পানি বন্দি হয়ে পড়েছেন। সেক্ষেত্রে ১২০ টির মতো গ্রাম ও রাস্তাঘাট তলিয়েছে পানিতে। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে তালিকা করে জেলা প্রশাসক কার্যালয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। খুব শীঘ্রই বন্যার্তদের চাহিদা মতো তাদেরকে সহযোগিতা দেবে প্রশাসন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।