কেন্দুয়ায় কৃষকের মাঝে কৃষি উপকরণ

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় দুইটি কমন ইন্টারেষ্ট গ্রুপ (সিআইজি) সমবায় সমিতির মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে কৃষি বিভাগ।
শনিবার  ন্যাশানাল এগ্রিকালচারাল টেকনোনজি প্রোগ্রাম প্রকল্প-২ (এনএটিপি)  আওতায় উপজেলার দলপা ইউনিয়নের সিআইজি সমবায় সমিতি ও সান্দিকোণা ইউনিয়ন সিআইজি সমবায় সমিতির সদস্যদের এই কৃষি যন্ত্রপাতি দেয়া হয়।কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে এসব যন্ত্রপাতি বিতরণ অনুষ্টানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরিন সুলতানা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানেে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মর্জিনা আক্তরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি আব্দুল কাদির ভূইঁয়া, পৌরসভা মেয়র আসাদুল হক ভূইঁয়া।
উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান,উপজেলার কৃষকদের নিয়ে সিআইজি সমবায় সমিতি গঠন করা হয়েছে। এসব সমিতির প্রত্যেকটিতে ৩০ জন করে সদস্য রয়েছেন। কৃষকেরা সমিতিতে টাকা জমাচ্ছেন। এদের মধ্যে সক্রিয় দলপা ইউনিয়নের সিআইজি সমবায় সমিতিতে ২টি পাওয়ার টিলার,একটি রিপার মেশিন,৫টি স্প্রে মেশিন,ও একটি ধান মাড়াই (পাওয়ার থ্রো) যন্ত্র এবং  সান্দিকোণা ইউনিয়ন সিআইজি সমবায় সমিতিতে ২টি পাওয়ার টিলার,৪টি স্প্রে মেশিন,ও একটি ধান মাড়াই (পাওয়ার থ্রো) যন্ত্র দেয়া হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।