কেন্দুয়ায় চাকুরি স্থায়ীকরণ ও পদোন্নতির দাবীতে মানববন্ধন

কেন্দুয়া প্রতিনিধি: বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পেরস্থানান্তরিত জনবলের চাকুরি পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ীকরণ ও পদোন্নতি প্রদানের দাবীতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মানববন্ধন করেছে পল্লী সঞ্চয় ব্যাংকেরকর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পল্লী সঞ্চয় ব্যাংক কেন্দুয়া শাখার ব্যবস্থাপক (সাময়িক দায়িত্ব) জারমীন সুলতানা, জুনিয়র অফিসার আকলিমা আক্তার, মাঠ সহকারি আমিনুল ইসলাম, হেলাল উদ্দিন প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) শিরিন সুলতানার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর২০১৬ সালে ওই প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদেরকে পল্লী সঞ্চয় ব্যাংক স্থানান্তরিত করা হয়। সেই থেকে তারা পল্লী সঞ্চয় ব্যাংকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসলেও অদ্যাবধি তাদের চাকুরি স্থায়ীকরণ ও পদোন্নতি হচ্ছে না। তাই বেতন বৈষম্য দূর করেপল্লী সঞ্চয় ব্যাংকে চাকুরি স্থায়ীকরণ করে নিয়মিত বেতন ভাতা ও ইনক্রিমেন্ট প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তারা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।