নেত্রকোণায় পৌর কর্মকর্তা কর্মচারীদের কর্ম-বিরতি পালিত

বিশেষ প্রতিনিধি: পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবীতে নেত্রকোনায় ৪৮ ঘন্টা কর্ম-বিরতি পালন করছে পৌর কর্মকর্তা কর্মচারীরা।
বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহবানে নেত্রকোণা জেলা কমিটির উদ্যোগে নেত্রকোণা জেলার ৫টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা তাদের স্বাভাবিক কাজ কর্ম ফেলে রেখে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে কর্মবিরতি পালন করে। ৪৮ ঘন্টা কর্মবিরতি পালন কালে তাদের ন্যায়সঙ্গত দাবী মেনে নেয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি কাজী নুরুন্নবী, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান মামুন, নেত্রকোণা পৌর ইউনিটের সভাপতি মোঃ রফিকুল ইসলাম হাওলাদার মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান টিপু, হিসাবরক্ষণ কর্মকর্তা নূরুল ইসলাম, সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, কেন্দুয়া পৌর ইউনিটের সভাপতি হাবিকুল ইসলাম, মদন পৌরসভার সচিব জাহাঙ্গীর আলম, মোহনগঞ্জ পৌরসভার সচিব শৈবাল চন্দ্র সাহা, মোহনগঞ্জ ইউনিট কমিটির সভাপতি এরশাদুর রহমান, সদস্য সেলিনা আক্তার, দুর্গাপুর পৌর ইউনিটের সভাপতি মোঃ নওশাদ আলম, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, মদন পৌর ইউনিটের সভাপতি মোফাখ্খারুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এ দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,নারী নেত্রী সুমনা রানী দত্ত, ইউনিট কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল আল মাসুদ রাসেল, সুপার ভাইজার জাহাঙ্গীর আলম, হিসাব সহকারী আওরঙ্গ জেব, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম জনি, কামরুল আহসান, নন্দন দত্ত, নারী নেত্রী নুসরাত জাহান মুন, পিয়াংকা দত্ত, সম্পা সাহা,সৌরভ চৌধুরী,কাজী মনোয়ার,সুমনা রানী সাহা সহ পৌরসভার সর্বস্তরের কর্মচারীবৃন্দ।
অপরদিকে ৪৮ ঘন্টা কর্ম-বিরতি পালন করায় পৌর নাগরিকরা পৌরসভায় এসে কাঙ্খিত সেবা না পাওয়ায় চরম দুর্ভোগের শিকার হন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।