কেন্দুয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কেন্দুয়া প্রতিনিধি: কেন্দুয়া থানা পুলিশ গত সোমবার রাতে কেন্দুয়া-সান্দিকোনা-গন্ডা-ইশ্বরগঞ্জ সড়কের শাহেদপুর নামকস্থানে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আব্দুল হাই (২৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান বলেন, ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলার শমরেজপুর সোহাগী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে আব্দুল হাই দীর্ঘদিন যাবৎ ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, কেন্দুয়া, আঠারবাড়ী, নান্দাইল, কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার রাত আটটার দিকে সান্দিকোনা-ঈশ্বরগঞ্জ সড়কের গন্ডা ইউনিয়নের সাহেদপুর নামক স্থানে অভিযান চালিয়ে আব্দুল হাইকে আটক করে। এ সময় দেহ তল্লাশী চালিয়ে তার পেটে বাঁধা পলিথিনের ব্যাগে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।