নেত্রকোণা পৌরসভায় ১৩৮ কোটি ৮৮ লক্ষ টাকার বাজেট পেশ

বিশেষ প্রতিনিধি: নতুন কোন করারোপ ছাড়াই নেত্রকোণা পৌরসভা ২০১৯-২০২০ ইং অর্থ বছরে ১৩৮ কোটি ৮৮ লক্ষ ৫১ হাজার ২ শত ২০ টাকার বাজেট পেশ করা হয়েছে। পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান রবিবার সকাল দুপুরে পৌর মিলনায়তনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর নাগরিকদের উপস্থিতিতে এ বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেটে আয় দেখানো হয়েছে ১শত ৩৪ কোটি ৭৫ লক্ষ ৮১ হাজার ৪ শত ৫৮ টাকায়। আগত তহবিল ৪ কোটি ১২ লক্ষ ৬৯ হাজার ৭ শত ৬২ টাকা। বাজেটে ব্যয় দেখানো হয়েছে ১ শত ৩৬ কোটি ৪৭ লক্ষ ৩৪ হাজার ১ শত ৮২ টাকা। সমাপনী স্থিতি ২ কোটি ৪১ লক্ষ ১৭ হাজার ৩৮ টাকা।
বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌর মেয়র নজরুল ইসলাম খান বলেন, এবারের বাজেটে পৌর নাগরিকদের নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট নির্মাণের পাশাপাশি মুক্তিযুদ্ধের ভাষ্কর্য নির্মাণ, কোমলমতি শিশু কিশোরদের নির্মল চিত্ত বিনোদনের জন্য পার্ক নির্মাণ এবং সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার জন্য অত্যাধুনিক অডিটরিয়াম নির্মাণর প্রতিশ্রুতি প্রদান করেন।
বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, প্যানেল মেয়র আমীর বাশার, সকল কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ জেলা শহরের গণ্যমান্য নাগরিকগণ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।