নানার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় মুরগির ফার্মে শিয়াল তাড়াতে বেড়া দেওয়া বিদুতের তারে জড়িয়ে দশ বছরের শিশু সেজুতী রানী রাজভরের করুণ মৃত্যু হয়েছে। সেজুতী উপজেলার দলপা ইউনিয়নের দৈলা গ্রামের বছির রাজভরের নাতনী এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শ্রীপাল গ্রামের মনি রাজভরের কণ্যা। সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। ওই গ্রামের মতিউর রহমান জানান, দৈলা গ্রাম সংলগ্ন বেখৈরহাটী বাজারের পাশে বাহাগুন্দ গ্রামের মোখলেছুর রহমানের মুরগির ফার্মে শেয়াল তাড়াতে রাতের বেলায় বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। রবিবার (৩০ জুন) ভোর বেলায় সেজুতী অজ্ঞাত কারণে মুরগির ফার্মের কাছে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মারাত্মক আহত হয়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, মোখলেছুর রহমান তার মুরগির ফার্মে শেয়াল তাড়াতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখছিল। তাতে স্পর্শ হয়ে সেজুতীর মৃত্যু হয়। মোখলেছুর রহমান কে খুঁজতে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুর ব্যপারে অভিযোগ করলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।