সিএনজি ও পিক-আপ ভ্যানের সংঘর্ষে নিহত-১ আহত ৫

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের খিচা নামক স্থানে শনিবার সকালে সিএনজি ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুল বাশার (৫০) নামের এক সিএনজি চালক নিহত ও অপর পাঁচ যাত্রী আহত হয়েছেন। নিহত আবুল বাশারের বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলা সদরের জামতলা এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, সকালে সিএনজি চালক আবুল বাশার পাঁচ যাত্রীসহ পূর্বধলা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে ময়মনসিংহের ফুলপুর উপজেলার খিচা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক আবুল বাশার মারাযায়। এসময় রাশিদা আক্তার ও মুক্তা আক্তারসহ পাঁচ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিএনজি ও পিক-আপ ভ্যানটি জব্দ করা হয়েছে ও লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।