পাহাড়ি ঢলে কলমাকান্দায় পনেরোটি গ্রাম প্লাবিত

বিশেষ প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও দুইদিনের বিরামহীন বৃষ্টির পানিতে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে। কলমাকান্দা উপজেলা প্রশাসন জানায়, লেংগুরা, খারনৈ ও রংছাতি ইউনিয়নের বিশাউতি, গজারিকান্দা, চৈতা, রামনাথপুর, পাঁচগাও, কৃষ্ণপুরসহ ১৫ টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। তবে বৃষ্টি বন্ধ হওয়ায় পর প্লাবিত এলাকা থেকে পানি কমতে শুরু করছে।
বৃহস্পতিবার দুপুরে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, সীমান্তের ওপারে মেঘালয় পাহাড়ে অতিবৃষ্টি হলে কলমাকান্দার নীচু অঞ্চলে পানি ঢুকে যায়। আবার কয়েক ঘণ্টা পর পানি নেমে যায়। আর বৃষ্টি না হলে ক্ষয়ক্ষতি কম হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।