দুর্গাপুর পৌরশহরে জলাবদ্ধতায় জনদুর্ভোগ বাড়ছে

দুর্গাপুর প্রতিনিধি: ড্রেনেজ ব্যবস্থা না থাকায় নেত্রকোণার দুর্গাপুর পৌরসদরের এমপির মোড় এলাকায় ১০মিনিটের বৃষ্টির পানিতেই জলাবদ্ধতায় দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। বুধবার দুপুর ১২টার দিকে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে।
স্থানীয়রা জানায়, বাগিচাপাড়াস্থ এমপির মোড় এলাকাটি দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির পানিতে হাঁটু পানি জমে যায়। ড্রেনেজ ব্যবস্থা নাজুক থাকায় এ জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। পানি নিস্কাশনের জন্যে ড্রেনটি সচল ছিল এবং কাঁচা বাজারস্থ বেশক’টি স্লাব ভেঙ্গে যায়। ওই ড্রেনের ভাঙ্গা স্লাবের ভিতরে অবিক্রিত,পঁচন ধরে যাওয়া কাঁচামাল ফেলে রাখে কতিপয় ব্যবসায়ীরা। বৃষ্টির পানি চলাচল করতে পারছে না। ফলে বৃষ্টির পানিতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অন্যদিকে বাগিচাপাড়াস্থ চিটারলেন এলাকায় বৃষ্টির পানিতে রাস্তা উপচে বাসাবাড়ীতে ডুকছে। বিষয়টি স্থানীয় সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছেন।
এমপির মোড়স্থ মনিহারী ব্যবসায়ী আল আমিন জানান, এমপি নেই বলে আজ এমপি’র মোড়ও অচল হয়ে পড়েছে। আমি ক্ষুদ্র ব্যবসায়ী,সামান্য বৃষ্টিতেই আমার দোকানের ভিতরে পানি চলে আসে।বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে অবহিত করলে তিনি বলেন আমার কি করার আছে বলে মন্তব্য করেন।
স্থানীয় কাউন্সিলর শীতল চন্দ্র সরকারের নিকট মুঠোফোনে জানতে চাইলেও ফোন বন্ধ থাকায় কোন মন্তব্য নেওয়া যায়নি।
এ ব্যাপারে পৌর মেয়র হাজী আব্দুস সালাম জানান,আমি স্থানীয়দের ডেকেছি। অচিরেই একটি ড্রেনের টেন্ডার দেওয়া হবে। ইতিমধ্যে পৌর প্রকৌশলী ও স্থানীয় কাউন্সিলরকে পরিদর্শনের জন্যে পাঠানো হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।