নেত্রকোণার গয়নাথ মিষ্টান্ন ভান্ডার ও খান হোটেলকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বিশেষ প্রতিনিধি: অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ, পঁচা ও বাসী খাবার বিক্রিসহ মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে নেত্রকোণায় দুটি হোটেল এন্ড রেস্টুরেন্টকে নেত্রকোণার একটি ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার  অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ, পঁচা ও বাসী খাবার বিক্রির দায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত মোবাইল কোর্ট পরিচালনা করে ক্ষতিকারক খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য শহরের গয়ানাথ মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৪৩ অনুযায়ী ১২ হাজার টাকা জড়িমানা করেন।

একই কারণে গত ১৯ জুন শহরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে  খান হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করে। সূত্রটি জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণের স্বার্থে ও জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।