
বিশেষ প্রতিনিধি: ছয় বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে নুরুল ইসলাম (৫০) নামক এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১২টার দিকে জেলা শহরের পশ্চিম মালনী এলাকায়। স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানায়, জেলা শহরের পশ্চিম মালনী এলাকার মৃত নওয়াব আলীর পুত্র মাছ ব্যবসায়ী নুরুল ইসলাম তারই প্রতিবেশী ছয় বছরের ছেলে শিশুকে ডেকে নিজ বসত ঘরে নিয়ে খেলার চলে বলাৎকার করে। পরে লম্পট নুরুল ইসলাম কাউকে বিষয়টি না বলার জন্য শিশুটিকে ভয় দেখিয়ে ১০টাকা হাতে ধরিয়ে ঘর থেকে বের করে দেয়। শিশুটি বাসায় ফিরে তার পরিবারকে জানালে পরিবারের লোক জন তাৎক্ষনিক বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নুরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার তদন্ত কর্মকর্তা এস আই আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত নুরুল ইসলামকে ধরে এনে থানা হাজতে আটক রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।