‘দুর্নীতি বিদায় করতে নিজের ইচ্ছাই যথেষ্ট’-দুদক কমিশনার

বিশেষ প্রতিনিধি: সমাজ থেকে দুর্নীতি বিদায় করতে নিজের ইচ্ছাই যথেষ্ট, সোমবার দিনব্যাপি দুদক এর গণশুনাননি অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। দুদক ময়মনসিংহ বিভাগীয় দপ্তরের আয়োজনে ও দুর্গাপুর উপজেলা প্রশাসন, উপজেলা দুদক এর সহযোগিতায় এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে সরকারি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের নানা অনিয়ম এবং দুর্নীতির বিষয়ে দেশের ১১৫তম ‘‘গণশুনানী অনুষ্ঠানে’’ প্রায় ৫৬জন ভুক্তভোগী সংশ্লিষ্ট অফিস সমূহের বিভিন্ন হয়রানী ও অনিয়মের অভিযোগের মধ্যে বেশ কয়েকটি অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হয়। অন্যান্য অভিযোগ নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিষ্পত্তির জন্যও উদ্দ্যেগ গ্রহন করা হয়। গন শুনানীতে দুর্গাপুর উপজেলা ভূমি, সাব-রেজিস্ট্রি, স্বাস্থ্য, শিক্ষা, পল্লীবিদ্যুৎ সহ নানা অফিস এর বিরুদ্ধে অভিযোগ উঠে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুদক ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো. নাসিম আনোয়ার, উপ-পরিচালক মো. ফারুক আহমেদ, নেত্রকোণার জেলা প্রশাসক মঈনুল ইসলাম, জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী, দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুল সালাম, এএসপি সাইদুর রহমান সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

‘‘জনতার শক্তি-রুখবে দুর্নীতি’’ এই প্রতিপাদ্যে আলোচনা সভায় বক্তারা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ঘুষখোর ও দুর্নীতি বাজদের স্থান না দেয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদেরই এগিয়ে আসতে হবে, কোন কাজের জন্য কেউ ঘুষ চাইলে আপনারা ঘুষ না দিয়ে দুদকের হটলাইন- ১০৬ এ অভিযোগ করবেন। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দুর্নীতি মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।