নেত্রকোণায় সেবা পরিসেবায় হরিজন সম্প্রদায়ের প্রবেশাধিকর বিষয়ক সংলাপ

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার হরিজন পল্লীতে অনুষ্ঠিত হলো সেবা পরিসেবায় হরিজন (দলিত) সম্প্রদায়ের প্রবেশাধিকর বিষয়ক সংলাপ। সোমবার বেলা ১১ টায় চকপাড়া মন্দিরভিত্তিক শিক্ষা প্রতিষ্টানে বারসিকের সহযোগিতায় শিক্ষা, সংস্কৃতি , পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি এর আয়োজন করে। সংলাপে হরিজন সম্প্রদায়ের নারী পুরুষ, সমাজ সেবা সদস্য সহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।
সংলাপে বক্তব্য রাখেন শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সম্পাদক আলপনা বেগম, সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন কর্মী আতিকুর রহমান, মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষক বাদল রজক, বারসিকের পার্বতী রানী সিংহ, রোকসানা রুমী, মালতী রানী বাসফোর, পায়েল বাসফোর প্রমুখ।
এসময় টয়লেট, পানয়ি জলের অভাব ও ড্রেনেজ সমস্যা সহ তাদের প্রাত্যাহিক জীবনের নানা সমস্যা উঠে আসে। জীবন মান উন্নোয়নে যে সকল বাধা আছে তা তুলে ধরে সংলাপে তাদের আদি পেশা রক্ষায় পর্যাপ্ত সন্মানী বাড়ানোরও তাগিদ দেয়া হয়। সেই সাথে তাদের সন্তানদের শিক্ষিত করতে সংশ্লিষ্টদের প্রতি সুযোগ বাড়ানোর অনুরোধ জানানো হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।