প্রকাশক পাড়ায় আলোচনার শীর্ষে লেখিকা প্রিন্সেস বিউটির ৩ বই

স্টাফ রিপোর্টার: প্রিন্সেস বিউটি। যাত্রাশিল্পের আকাশে এক উজ্জল নক্ষত্রের নাম। অফুরন্ত রূপ, অপরিমিত যশ এবং আকাশচুম্বী জনপ্রিয়তার শীর্ষে এক উজ্জল দৃষ্টান্ত প্রিন্সেস বিউটি। প্রিন্সেস বিউটি দীর্ঘ দেড় যুগেরও বেশী সময় অভিনয় পেশার সঙ্গে জড়িত থাকার পাশাপাশি অনেক সুপারহিট যাত্রাপালা লিখে বাংলাদেশ ও কোলকাতার পেশাদার যাত্রা অভিনেতা-অভিনেত্রীসহ অসংখ্য পাঠক-পাঠিকার মন জয় করেছেন। উল্লেখ্য, এক সময়ের এই শক্তিশালী অভিনেত্রী এখনো পছন্দনীয় চরিত্রে কালেভদ্রে দাপটের সহিত মঞ্চে অভিনয় করে যাচ্ছেন। দেশের বিভিন্ন মঞ্চে রূপসী সদাহাস্যময়ী নায়িকা লেখালেখিকে কেন্দ্র করে এখন আর আগের মতো অভিনয় শিল্পী হিসেবে সময় দিতে পারেন না বলে তিনি জানান। তার লিখা মা কেন পতিতা, রাজ নর্তকী, ছেলের রায়-মায়ের ফাঁসি, তিনটি নাটকই ঢাকা বাংলা বাজারের সালাম বুক ডিপো থেকে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। প্রকাশের অপেক্ষায় রয়েছে আরো তিনটি নাটক। বিশ্বস্থ সূত্রে জানা গেছে, লেখিকা প্রিন্সেস বিউটি সালমা বুক ডিপোর স্বত্তাধিকারীর সঙ্গে এই মর্মে চুক্তিবদ্ধ ছিল যে, আগামী ৫ বছর তার লিখা নাটক অন্য কোন প্রকাশককে তিনি দিতে পারবেন না। এমতাবস্থায় সম্মানির লোভে প্রিন্সেস বিউটি সালমা বুক ডিপোর সঙ্গে চুক্তির তোয়াক্কা না করে অন্য এক প্রকাশকের সঙ্গে তার লিখা রাজ হিংসা নাটকটি দিয়ে নতুন করে চুক্তি পত্রে স্বাক্ষর করেন। এতে করে অনেক নাট্যকার পালাকার ও প্রকাশকের কাছে তিনি ব্যাপকভাবে আলোচিত হয়েছেন। সালমা বুক ডিপোর মালিক বাদল আক্ষেপ করে বলেন প্রিন্সেস বিউটি অকৃতজ্ঞ বেইমান। তার লেখা বই কোন প্রকাশক ছাপাতে চায়নি। অথচ আমি রিক্স নিয়ে ওকে আজ এত বড় অবস্থানে দাঁড় করিয়েছি। যদিও তার লেখাগুলো ছিল খুবই ভাল এবং মানসম্মত। প্রথমে তাকে কে চিনত। এ ব্যাপারে লেখিকা বিউটিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ৫ বছরে পাঁচটা বই আমি সালমা বুক ডিপোকে দিব বলে চুক্তিবদ্ধ হয়েছিলাম। কিন্তু ৩ বছরেই আমি উনাকে চুক্তির অতিরিক্ত ৬টি বই দিয়েছি। আমি আমার ব্যাক্তিত্ব বা চুক্তিপত্রের কোন অমর্যাদা করিনি। প্রিন্সেস বিউটি আরো বলেন, আমার প্রত্যোকটি লিখা বই আমার সন্তান। আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মা হিসেবে সন্তানকে মানুষ করার দায়িত্বে আমার ভুমিকা কি হবে তার সিদ্ধান্ত নেব আমি। আমাকে নিয়ে কারো মাথা ব্যাথার প্রয়োজন আছে বলে আমি মনে করিনা। আমার যোগ্যতা দিয়ে আমি এগিয়ে যেতে চাই। এদেশের পালাকারদের ইতিহাস আমাকে বাদ দিয়ে কারো লিখার সাহস হবে বলে আমি মনে করিনা। প্রিন্সেস বিউটির এহেন আচরনে পালাকার এম.এ মজিদ, রফিকুল ইসলাম রানা, মতিউর রহমান, জালাল উদ্দিনসহ অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। প্রকাশক পাড়ায় অঘটন পটিয়সী লেখিকা প্রিন্সেস বিউটির লিখা নাটক রাজহিংসা, উজান গাঙ্গের সুজন মাঝি, নিবাস শীলের রাঙ্গা বউ এই তিনটি নাটক শারদীয় দূর্গা পূজার আগেই প্রকাশের প্রস্তুতি নেয়া হচ্ছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।