দুর্গাপুরে বিদ্যালয়ের ক্লাশ নিলেন ইউএনও

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে শিক্ষার্থীদের মেধা বিকাশে মিশনারী স্কুল ‘‘সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ে’’ ক্লাশ নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালক ফাদার জামালিয়া, অধ্যক্ষ (ভারঃ) রুমন রাংসা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন প্রমুখ। বৃহস্পতিবার দুপুরে ৬ষ্ঠ শ্রেনী সহ অন্যান্য ক্লাসে বাংলা ও গণিত বিষয়ের পাশাপাশি দেশপ্রেম, মূল্যবোধ, নৈতিকতাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এ সময় উচ্ছ্বসিত শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন ইউএনও ফারজানা খানম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও বলেন, লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও পিতা-মাতার সেবায় নিজেদের আত্মনিয়োগ করার পরামর্শ দেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।