বারহাট্টার সেই প্রধান শিক্ষক বহিস্কার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলার আসামি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইন উদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ দিকে ওই প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।
শনিবার বেলা ১২টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে জেলা মহিলা পরিষদ, উদীচী, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, এনসিটিএফ, শিশু ছায়া, জনউদ্যোগ, নারী প্রগতি সংঘ ও মানবাধিকার সংস্থা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
নারী নেত্রী আলপনা বেগমের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ চালাকালে বক্তব্য দেন, মহিলা পরিষদের জেলা কমিটির সভাপতি রেহেনা সিদ্দিকী, সাধারণ সম্পাদক তাহেজা বেগম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি শ্যামলেন্দু পাল, জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, নারী প্রগতির সংঘের কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান, উদীচীর সহ-সম্পাদক সঞ্জয় সরকার, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আইনজীবী দিলুয়ারা বেগম, মহিলা পরিষদের লিগ্যাল এইড বিষয়ক সম্পাদক মঞ্জু সরকার, শিশু ছায়ার সম্পাদক তোফায়েল আহম্মদ প্রমুখ।
গত ২৫ ফেব্রুয়ারি দুপুরের দিকে অষ্টম শ্রেণিতে পড়–য়া ওই ছাত্রীকে (১৪) কর্মসহায়কের মাধ্যমে তাঁর কক্ষে ডেকে আনেন। পরে তিনি ওই কক্ষের শৌচাগারে মেয়েটির মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সুস্থ হলে ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখান ওই শিক্ষক। বিষয়টি জানার পর মেয়েটির বড় ভাই ওই দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈনুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিনকে জানান। পরে তাঁদের নির্দেশে থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। এ ঘটনায় গত ১০ জুন বিকেলে মেয়েটি নিজেই বাদী হয়ে বারহাট্টা থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার পর অভিযুক্ত শিক্ষক গত সোমবার উচ্চ আদালত থেকে তিন সপ্তাহের অগ্রিম জামিনে রয়েছেন। তবে এর আগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।
এ দিকে শনিবার ওই প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে বহিস্কার করা হয়। ইউএনও ফরিদা ইয়াসমিন বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর জেলা প্রশাসক মঈনউল ইসলাম স্যারের নির্দেশে প্রধান শিক্ষক আইন উদ্দিনকে বিদ্যালয় থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আদালতে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে চূড়ান্তভাবে বহিস্কার করা হবে।’

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।