নেত্রকোণায় সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন -এ প্লাস ক্যাপসুল খাওয়ানো সম্পন্ন

বিশেষ প্রতিনিধি: সারা দেশের ন্যায় নেত্রকোণা জেলায় সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার সকালে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে কয়েকজন শিশুর মুখে ভিটামিন এ প্লাস ক্যাপসুল দিয়ে এই কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন মৎস্যও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল আমীন, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি কাসরুন্নেছা আশরাফ দীনা, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।