
পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বৃহস্পতিবার কমিউনিটি পর্যায়ে পর্যালোচনা ও কর্ম পরকিল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পূর্বধলা সরকারি ডিগ্রী কলেজ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পূর্বধলা এপির উদ্যোগে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে। বিশেষ অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম ও সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনিন, পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন।
নেত্রকোনা এপিসির এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশনের ময়মনসিংহ অঞ্চলের ডিএমই কোঅর্ডিনেটর বিশ্বজিৎ সাহা, কালের কণ্ঠের পূর্বধলা প্রতিনিধি মো. গোলাম মোস্তফা, পূর্বধলা এপির বাংলাদেশ ডিএমই অফিসার তপন কুমার সাহা, প্রোগ্রাম অফিসার হাফিজুল হক সোহাগ, মানষী মোদক, সজল কুমার দে, নিঝুম সাংমা, ঝলমল মারিয়া, তাপসী সাংমা প্রমুখ। কর্মশালায় গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম ও স্থানীয় অংশিদাররা অংশ নেন।