নেত্রকোণার মগড়া নদীতে সেতু না থাকায় দুর্ভোগ চরমে

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা সদরের চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজার সংলগ্ন মগড়া নদীর ওপর পাকা সেতু নির্মাণ না করায় শহর এবং নদীর অপর পারের লোকজন বাঁশের সাকো দিয়ে ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন। বর্ষার সময় নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী জানান, সাকুয়া বাজারে মগড়া নদীর ওপর সেতু না থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা সারা বছরই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে। মগড়া নদীর শহরের অংশ হচ্ছে সাকুয়া বাজারসহ কয়েকটি গ্রাম। নদীর অপর পার হচ্ছে ছোটগাড়া, বড়গাড়া, তেলিগাতিসহ কয়েকটি গ্রাম। পাকা সেতুর অভাবে সারা বছরই তারা এ সাঁকো দিয়ে নদী পার হয়। বিশেষ করে বর্ষাকালে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নদীতে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনাও বেশ কয়েকবার ঘটেছে।
স্থানীয় আব্দুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলওয়ার খান জানান, সাকুয়া বাজারে মগড়া নদীর ওপর পাকা সেতুর জন্য তাঁরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।